মানব পাচারকারী পুলিশের জালে

Daily Ajker Sylhet

admin

০২ এপ্রি ২০২৪, ০১:৫৭ অপরাহ্ণ


মানব পাচারকারী পুলিশের জালে

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ থেকে একজন মানবপাচারকারী তালিকাভুক্ত আসামী জেবু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সিলেট রেঞ্জের সদস্যরা।

সোমবার (১ এপ্রিল) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামে আসামীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এদিন রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এপিবিএন।
গ্রেফতারকৃত জেবু মিয়া ওই এলাকার মৃত আফতাব আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এস এম আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মানবপাচারকারী আসামীকে তার বসতাবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পাচারকারীকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Sharing is caring!