Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

admin

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪ | ০২:০১ অপরাহ্ণ | আপডেট: ০২ এপ্রিল ২০২৪ | ০২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানার মোল্লারগাও এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত যুবকের নাম ফকির মিয়া (২১)। বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রামের আফতাব মিয়ার ছেলে। এ ঘটনায় সিএনজি চালক রাকিব (২২) গুরুতর আহত হয়েছেন। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রীনগর গ্রামের সারু মিয়ার ছেলে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানার মোল্লারগাও এলাকায় পিকআপ-সিএনজির (অটোরিকশা) মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

শেয়ার করুন