বৈরাগীবাজারের খশির ‍SNV যুব সংঘের খাদ্য সামগ্রী বিতরণ

Daily Ajker Sylhet

admin

০৬ এপ্রি ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ণ


বৈরাগীবাজারের খশির ‍SNV যুব সংঘের খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন বৈরাগীবাজারের খশির SNV যুব সংঘের উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে এলাকার ২৫২টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত ৩ এপ্রিল বুধবার দুপুরে খশির সড়ক ভাংনীস্থ সংগঠনের কার্যালয়ে স্থানীয় এলাকার মুরব্বিয়ানদের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়।

 

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে স্থানীয় নিম্ন আয়ের মানুষের মধ্যে উক্ত খাদ্য সামগ্রহী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি ময়দা, ৪০০ গ্রাম ম্যাকারনী নুডুস, ৭৫গ্রাম মার্কস গুড়া দুধ, ১ কেজি লবন ও ১ প্যাকেট সেমাই প্রদান করা হয়। উল্লেখ্য, খশির SNV যুব সংঘ প্রতিষ্ঠার পর হইতে বিভিন্ন সময় স্থানীয় হতদরিদ্র পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে নানা ভাবে সহযোগীতা করে আসছে। আগামীতেও তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনের দায়িত্বশীলরা জানিয়েছে।

 

সংগঠনের সভাপতি জাফরুল হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন বলেন, আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি স্থানীয় মানুষের কল্যানে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে আমাদের এলাকার প্রবাসীরা সহযোগীতার হাত প্রসারিত করে আসছেন দীর্ঘদিন থেকে। মূলত প্রবাসীদের অর্থায়নের মাধ্যমেই আমরা এই সংগঠনের কার্যক্রমকে সফল ভাবে এগিয়ে নিচ্ছি। এজন্য সংগঠনের পক্ষ থেকে আমাদের সকল প্রবাসীদের প্রতি ধন্যবাধ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

উল্লেখ্য খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরনে অর্থায়ন করে সহযোগীতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নজমুল হক ও উনার পরিবারবর্গ, যুক্তরাষ্ট্র প্রবাসী মুন্নি রহমান শেফা, যুক্তরাজ্য প্রবাসী কলিম উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়াহিদুর রহমান সুমন, ফারুক আহমদ, ফরহাদ আহমদ, জুবের আহমদ, আব্দুস ছত্তার, জাফরুল হোসেন, পিয়ারা বেগম, যুক্তরাজ্য প্রবাসী শাহ আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী জাবির আহমদ, ফ্রান্স প্রবাসী সুহেল আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী জামিল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী জাহেদ আহমদ, ইয়াহিয়া ইসলাম, অমিত হাসান, যুক্তরাজ্য প্রবাসী শরিফ আল মাহমুদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাজু আহমদ, হেলাল আহমদ, খালেদ আহমদ, নুরুল হক, রুহুল আমিন, আফজাল হোসেন, য্ক্তুরাজ্য প্রবাসী হামিদুর এর বন্ধু, যুক্তরাষ্ট্র প্রবাসী চান মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হামিদুর রহমান, সিদ্দিক আহমদ, ইতালী প্রবাসী নুর আহমদ, হারুন আহমদ, হেলাল আহমদ, সালেক আহমদ, ফখর উদ্দিন, শাহিন আহমদ, জায়দুল আমিন, ফ্রান্স প্রবাসী আকমল হোসেন, দেলোয়ার হোসেন, হাসান আহমদ, হাবিবুর রহমান ফুলু, মাহবুব আহমদ আফজাল আহমদ দয়াল, মুন্না আহমদ, জালাল আহমদ, সামাদের বন্ধু, শিপন আহমদ, দেশীদের মধ্যে ডাক্তার মেহেদী হাসান মুন্না ও আসলাম হোসেন।

Sharing is caring!