দুর্ঘটনায় কবলিত পিকআপ উদ্ধারকালে বাস চাপায় প্রাণ গেল ২ জনের

Daily Ajker Sylhet

admin

১৮ এপ্রি ২০২৪, ১২:১০ অপরাহ্ণ


দুর্ঘটনায় কবলিত পিকআপ উদ্ধারকালে বাস চাপায় প্রাণ গেল ২ জনের

হবিগঞ্জ সংবাদদাতা:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের কনা মিয়ার ছেলে হাসান আহমদ (২০) ও একই গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে মো. সাদিক মিয়া (৩৫)।

আউশকান্দি ইউনিয়নের ইউপি সদস্য সাহেল আহমদ জানান- বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি বিআরটিসি পরিবহনের বাস যান্ত্রিক সমস্যার কারণে দাঁড়িয়ে ছিল। এসময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি পরিবহনের বাসকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

পরে পিকআপে রশি বেঁধে উদ্ধার কাজ শুরু করে পিকআপ ভ্যান চালক সাদিক মিয়া ও হাসান আহমদ। পরে মহাসড়কে দাঁড়িয়ে পিকআপ ভ্যান উদ্ধারে রশি ধরে টানাটানিকালে সিলেটগামী দ্রুতগতির আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপসহ সাদিক ও হাসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক সাদিক মিয়া ও হাসান আহমদ নিহত হয়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা লাশ উদ্ধার করা হয়। শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!