সিলেটে ৭ জুয়াড়ি ডিবির জালে

Daily Ajker Sylhet

admin

২৭ এপ্রি ২০২৪, ০১:০৯ অপরাহ্ণ


সিলেটে ৭ জুয়াড়ি ডিবির জালে

স্টাফ রিপোর্টার:
সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টর দিকে বিমানবন্দর থানার কলবাখানী আ/এ সাকিনস্থ চাষনীপীর মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন- বাহুবলের সাইফুল ইসলাম(২৮), কিশোরগঞ্জের মো. জালাল হোসেন (৪৪), দোয়ারাবাজারের লালন মিয়া(৩৫), মো. আনা মিয়া(৪৯), বিশ্বম্ভরপুরের নুরুল ইসলাম(৩৫), নবীগঞ্জের সুমন ঠাকুর(২৩) ও সিলেট জালালাবাদের সুজন আহমদ(২৯)।

আটককৃতদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে; পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে বলে জানান মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Sharing is caring!