Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

‘আমার আর বেনারসি পরা হলো না’

admin

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩ | ১২:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ | ১২:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
‘আমার আর বেনারসি পরা হলো না’

Manual5 Ad Code

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
বিয়ে হয়েছে, তবে সাজা হয়নি বউ, পরা হয়নি বেনারসি শাড়ি। কথা ছিল এবার বাড়িতে এসে আমাকে বেনারসিতে বউ সাজিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার পোড়া কপালে সেই সুখ আর সইলো না, আমার আর বেনারসি পরা হলো না।
এমনটা বলেই চিৎকার কাঁদছিলেন ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সাগর জোমাদ্দারের স্ত্রী শান্তা আক্তার। ওমরাহ শেষে ফেরার পথে দুই বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হন। একই পরিবারের দুজন সদস্যকে হারিয়ে পাগলপ্রায় বাবা—মা, দিশেহারা স্বজনরা।

নিহত সাগরের স্ত্রী শান্তা কান্নাজড়িত কণ্ঠে বলেন, সাত বছর প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে ভালোবাসার টানে বিয়ে করেন সাগর ও শান্তা। বিয়ের কিছুদিন যেতে না যেতেই জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দেন স্বামী সাগর জোমাদ্দার। স্ত্রী শান্তা সাগরের বোনের বাড়িতেই থাকতেন। কথা ছিল প্রবাস থেকে ফিরে বেনারসি পরিয়ে বউয়ের সাজে সাগরের বাড়িতে নিয়ে যাবে। তবে সেই সুখ দেখার আগেই প্রবাস জীবনের বছর না ঘুরতেই স্বামীর অকালমৃত্যু সংবাদ। এ যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এ দিকে স্বামীর লাশটিও শেষ বারের জন্য দেখতে পারবে কিনা সে অনিশ্চয়তা তো থাকছেই।

Manual1 Ad Code

ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি একই পরিবারের সদস্য। সম্পর্কে শ্যালক দুলাভাই। বিগত ২৩ বছর পূর্বে কর্মের তাগিদে প্রবাসে পাড়ি জমান নিহত মোজাম্মেল হোসাইন। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে এক বছর পূর্বে নিজ কর্মস্থলেই নিয়ে যান শ্যালক সাগর জোমাদ্দারকে। ওমরাহ হজের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইযা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কায় রওনা হন।

ওমরাহ শেষ করে কর্মস্থলে ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আল আরিয়ান নামক স্থানে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি ওই দুই নাগরিক। বাংলাদেশি সময় শনিবার রাত ৮টায় ঘটনাটি ঘটে। সঙ্গে থাকা আহত এক সফরসঙ্গী নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

Manual3 Ad Code

সাগর ও তার দুলাভাই মোজাম্মেল হোসাইনের লাশ বাংলাদেশে ফিরে পেতে সৌদি দূতাবাসের সহযোগিতা চাইছেন নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিবার।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

শেয়ার করুন