Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

admin

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুন ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
দেশে ফিরছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশে ফিরে আসছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী। সিলেটের সার্বিক বন্যাপরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে থাকতে এবং সামনে থেকে নেতৃত্ব দিতে যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করেছেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (৬ জুন) সকালে সিলেট পৌঁছাবেন তিনি। আজ সোমবার (৩ জুন) রাতে মেয়রের ঘনিষ্ট সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে থাকতে তিনি তার পারিবারিক সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

Manual3 Ad Code

প্রসঙ্গত, বৃহত্তর সিলেটের বিভিন্ন উপজেলার নিম্নঞ্চল গুলোর পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের প্রয় ২৮টি ওয়ার্ডের নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এমন পরিস্থিতি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডন থেকেই সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ১৯টি আশ্রয়কেন্দ্রের মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণের পাশাপাশি সোমবার রাত থেকে রান্না করা খাবার বিতরণ শুরু হয়েছে।

Manual3 Ad Code

এমনসব তৎপরতা সত্ত্বেও মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে স্বস্তিতে নেই। সিসিক’র প্রায় সব কাউন্সিলরের সাথে সরাসরি নিজে যোগাযোগের পাশাপাশি তার ঘনিষ্ঠ সূত্রগুলোর কাছ থেকে সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন তিনি। সোমবার সন্ধ্যায় তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।গত ২৫ মে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যাত্রা করেন।

Manual3 Ad Code

শেয়ার করুন