হজ: মক্কায় তীব্র হিটওয়েভ
২৩ জুন ২০২৪, ০১:২৯ অপরাহ্ণ
হজ: মক্কায় তীব্র হিটওয়েভ
প্রতিবছর সৌদি আরবে হজ পালনে লাখ লাখ মুসলিম হাজির হন। তবে এবারে চলতি বছর মক্কায় তাপমাত্রা ৫০ ডিগ্রিতে পৌঁছেছে। তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরমে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯২২ জন হজযাত্রীর। এখনো বহু সংখ্যক হজযাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।