Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় খুন, প্রধান আসামিকে ধরলো র‌্যাব-৯

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ১২:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ১২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
ব্রাহ্মণবাড়িয়ায় খুন, প্রধান আসামিকে ধরলো র‌্যাব-৯

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকুরিয়া গ্রামের ওবায়েদ উল্লাহর ছেলে পারভেজ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি মো. শহীদ মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব-৯। গতকাল রোববার বিকালে র‍্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গরুর হাট এলাকা থেকে শহীদ মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. শহীদ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লুন্দিয়া গ্রামের মো. ফজু মিয়ার ছেলে।

Manual5 Ad Code

র‍্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

র‌্যাব-৯ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি রাত ২ টায় সংঘবদ্ধ একদল চোর ব্রাহ্মণবাড়িয়ার চরকাকুরিয়া গ্রামের ওবায়েদ উল্লাহর ছেলে হুমায়ুন মিয়ার গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে নেওয়ার সময় গরুর মালিক হুমায়ুনের ছোট ভাই পারভেজ আহমেদকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শেয়ার করুন