ফাইনালে ৫ মিনিটের জন্য বিশাল অংকের পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা

Daily Ajker Sylhet

admin

১৪ জুলা ২০২৪, ০৫:৫১ অপরাহ্ণ


ফাইনালে ৫ মিনিটের জন্য বিশাল অংকের পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা

বিনোদন ডেস্ক:
পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করবে কলম্বিয়া। শিরোপা জয়ের লড়াইয়ে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ম্যাচের ‘হাফ টাইম শো’তে গাইবেন এই পপ তারকা।

ফাইনালে কনসার্টের আয়োজনের জন্য হাফ টাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। ম্যাচের হাফ টাইমে পারফর্ম করার জন্য বিশাল অংকের পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা।

আর্জেন্টিনার সাংবাদিক হুয়ান এচেগোয়েনের মতে, ফাইনালে ৫ মিনিটের এই শোয়ের জন্য ২ মিলিয়ন ডলার নিচ্ছেন এই কলম্বিয়ান পপ তারকা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা। শো’তে শাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষ পরিবেশন করবেন।

ফাইনালের হাফ টাইমে হতে যাওয়া এই আয়োজন নিয়ে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গোজ বলেন, ‘শাকিরা দক্ষিণ আমেরিকান দুর্দান্ত এক সঙ্গীত তারকা, যার খ্যাতি রয়েছে পুরো বিশ্বে। বিশ্বের প্রতিটি প্রান্তে তার গান গাওয়া হয়। নাচেও ব্যবহৃত হয় তাল মিলিয়ে। এমন শিল্প কোনো সীমানায় আবদ্ধ থাকে না। আন্দোলিত করে মিলিয়ন মানুষকে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকার ২০২৪ আসরে তার এমন উপস্থিতি ফুটবলের প্রতি মানুষের সুস্থ আবেগ ও এর মাধ্যমে ঐক্যের বার্তা দেবে।’

Sharing is caring!