Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু, আরেক বোন দগ্ধ

admin

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ০২:৫০ অপরাহ্ণ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ০২:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু, আরেক বোন দগ্ধ

Manual7 Ad Code

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা:
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আগুনে পুড়ে ভাই বোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আশ্রাফ বেপারী কান্দি গ্রামে এ আগুনে আরেক বোন দগ্ধ হয়েছে।
নিহত সামিয়া (১২) ও আরাফাত (৭) ওই গ্রামের মনসুর ঢালীর সন্তান।

১৩ বছর বয়সী দগ্ধ মিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।

Manual8 Ad Code

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, রাত ১০টার দিকে ওই ঘরে ঘুমিয়েছিল তিন ভাইবোন। এ সময় ঘরে আগুন লাগলে তারা মারাত্মকভাবে দগ্ধ হয়। ওই সময় তাদের মা পাশের ঘরে নামাজ পড়ছিল।

Manual5 Ad Code

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত ও সামিয়ার মৃত্যু হয়। মিমের অবস্থাও আশঙ্কাজনক।

Manual7 Ad Code

বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ওসি আসাদুজ্জামান।

Manual6 Ad Code

 

শেয়ার করুন