Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে গোলাবশাহ যুব সংঘের উদ্যোগে গ্রামীণ রাস্তা সংস্কারের কাজ শুরু

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪ | ০৬:০৫ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ | ০৬:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে গোলাবশাহ যুব সংঘের উদ্যোগে গ্রামীণ রাস্তা সংস্কারের কাজ শুরু

Manual2 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি :
বিয়ানীবাজার পৌরশহর থেকে কসবা-খাসা গ্রামমুখি অলুয়াতলী নামীয় পাকা রাস্তাটি সংস্কারবিহীন পড়ে আছে অন্তত: একযুগ থেকে। এই সময়ের মধ্যে একাধিকবার রাস্তা সংস্কারের চেষ্টা করা হলেও তা আর সফল হয়নি। এতে ক্রমেই বেহাল হয়ে পড়ে জনগুরুত্বপূর্ণ এই রাস্তা। গত কয়েকমাস থেকে কসবা-খাসা গ্রামমুখি অলুয়াতলী রাস্তা প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তাটি সর্বশেষ উপজেলা প্রকৌশল অফিস থেকে সংস্কার কাজের উদ্যোগ নেয়া হলেও তা বাতিল হয়ে যায়।

এদিকে জনমানুষের দূর্ভোগের বিষয়টি বিবেচনা করে কসবা-খাসা গ্রামের গোলাবশাহ যুব সংঘের উদ্যোগে প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়। উপজেলা পয়েন্ট থেকে ত্রিমুখি বাজার পর্যন্ত ওই রাস্তা সংস্কারে অনুমান প্রাক্কলিত ব্যয় নির্বাহের উদ্যোগ নেন সংগঠনের সদস্যরা। গোলাবশাহ যুব সংঘের সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃদন্দ এবং কসবা-খাসা গ্রামের দেশী-বিদেশী স্বজনরা অনুদান প্রদান শুরু করেন। এই রাস্তা দিয়ে এলাকার ৫টি গ্রামসহ প্রতিবেশী ইউনিয়নের আরোও অন্তত: ৮টি গ্রামের লোকজন যাতায়াত করেন।

Manual5 Ad Code

অপরদিকে দুই গ্রামের সর্বস্থরের মানুষের সহায়তায় বৃহস্পতিবার সকালে সংস্কার কাজের উদ্বোধন করা হয়। গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত গ্রামের মুরব্বীয়ানরা গোলাবশাহ যুব সংঘের ভূয়শী প্রশংসা করেন। তারা বলেন, যুবকরা ঐক্যবদ্ধ হলে সমাজ বিনির্মাণ হবেই। মূলত: যুবকরাই শৃংখল ভাঙ্গার কারিগর, তাদের হাতেই সমাজ নিরাপদ।

Manual7 Ad Code

গোলাবশাহ যুব সংঘের সভাপতি ছালেখ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ আলী আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল হোসেন, খাসা সমাজকল্যাণ সংস্থার সভাপতি হুমায়ুন কবির আকিল, কসবা-খাসা গ্রামের মুরব্বী ছরওয়ার আলম, আব্দুল মালিক, আব্দুল মুহিত, হোসেন আহমদ, সাবেক প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু, সাবেক কাউন্সিলার সাহাব উদ্দিন, এডভোকেট আবুল কাশেম, আলকাছ উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী কামাল আহমদ, খলিলুর রহমান, আব্দুস শুকুর, ইসলাম উদ্দিন আহমদ, সাহাব উদ্দিন রানা, জামিলুর রহমান, মুফতি আব্দুল ক্বারীম হাক্কানী, পরিবহণ শ্রমিক নেতা বিলাল আহমদ, গৌছ উদ্দিন, আব্দুল মতিন, নজরুল ইসলাম, সংস্কার কমিটির আহবায়ক কবির আহমদ, গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সদস্য হাবীবুর রহমান, সমাজসেবা সম্পাদক সাইদুজ্জামান টিপু, বদরুল ইসলাম বুদুল, সংগঠনের উপদেষ্ঠা হাসান শাহরিয়ার, আফজাল হোসেন, গভর্ণিং বডির চেয়ারম্যান মিলাদ মো. জয়নুল ইসলাম, সদস্য মারুফ আহমদ, আজমল হোসেন, আমিল হোসেন, শাহজাহান সিদ্দিক, ছরওয়ার হোসেন, মাহমুদ দিলু, এবাদুল হক খোকন, আরিফুল ইসলাম বলাই, আলেক হোসেন, উজ্জল আহমদ প্রমুখ।

এছাড়াও গোলাবশাহ যুব সংঘের সহ-সভাপতি আরাফাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদির, সাংগঠনিক সম্পাদক মাকসুদ মনি ও নাজির হোসেন, কোষাধ্যক্ষ রাহুল কবির উজ্জ্বল, সমাজসেবা সম্পাদক আব্দুল হালীম কামরুল ও জামিল হোসেন সুমন, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ হাসান ও জুবের আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সাকের হোসেন ও আমজাদ বিন হাসান, শ্রম সম্পাদক জহির উদ্দিন ও খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ ও মনসুর আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোহান আহমদ, লিজন আহমদ বাবুল, মুক্তিযুদ্ধ সম্পাদক সিপন আহমদ, গোলাবশাহ কিশোর সংঘের সহ-সভাপতি মুহাইমিন অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

দোয়া পরিচালনা করেন ধর্ম সম্পাদক কামরান হোসেন।

Manual7 Ad Code

শেয়ার করুন