Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ০৪:৫০ অপরাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ০৪:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
দুই অটোরিকশাচালকের মারামারি থামাতে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে সুনামগঞ্জ পৌরসভায় ফারুক আহমদ নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তিনজন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টায় পৌরসভার নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক মিয়া শহরের মাইজবাড়ী এলাকার ওয়ারিস আলীর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

স্থানীয়রা জানান, দুপুরে সাড়ে ১২টার দিকে নবীনগর পয়েন্টে দুই অটোরিকশা চালক নাজমুল ও রুমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে পরবর্তীতে নাজমুল ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে রুমানের উপর আক্রমণ করেন। এসময় তাদের মারামারি থামাতে আসেন স্থানীয় ব্যবসায়ী ফারুক আহমেদ। কিন্তু দুপক্ষের মারামারির মধ্যখানে ছুরিকাঘাতে তিনি আহত হন।

Manual2 Ad Code

স্থানীয়রা ফারুক আহমদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন- ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছুরিকাঘাতকারীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

শেয়ার করুন