নাইজেরিয়ায় বন্দুকধারীদের দুই দফা হামলায় নিহত অন্তত ৫০

Daily Ajker Sylhet

admin

০৮ এপ্রি ২০২৩, ০১:৫১ অপরাহ্ণ


নাইজেরিয়ায় বন্দুকধারীদের দুই দফা হামলায় নিহত অন্তত ৫০

অনলাইন ডেস্ক:
উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে দুই দফা হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (৫ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদসংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওটুকপো স্থানীয় সরকারের চেয়ারম্যান রুবেন বাকো বলেছেন, বন্দুকধারীরা বুধবার (৫ এপ্রিল) বেনু রাজ্যের উমোগিদি গ্রামে ৪৭ জনকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, একদিন আগে, একই জায়গায় আরও তিনজনকে হত্যা করা হয়েছিলো।

বেনু রাজ্যের পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, হামলাকারীরা একটি বাজারেও গুলি চালিয়েছিলো। সেখানে সিউয়েজ একজন পুলিশ কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ জানায়, দুটি হামলাই একে অপরের সাথে সংযুক্ত ছিলো। এখন পর্যন্ত হামলার দায়ভার কেউ স্বীকার করেননি।

কর্তৃপক্ষ জানায়, ধারণা করা হচ্ছে স্থানীয় পশুপালকরা এ হামলা চালাতে পারে। অতীতেও উত্তর-মধ্য নাইজেরিয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কৃষকদের সাথে তাদের সংঘর্ষ হয়েছে। বেনু রাজ্যটি নাইজেরিয়ার সংঘর্ষপ্রবণ এলাকার একটি। সেখানে প্রায় নিয়মিতই স্থানীয় কৃষক এবং ফুলানি গোত্রের পশুপালকদের মধ্যে সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে সাধারণত গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হয়।

প্রচুর ফসল ফলার কারণে বেনু রাজ্যকে নাইজেরিয়ার খাদ্য ঝুড়ি বলা হয়। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং কেন্দ্রীয় অঞ্চল জুড়ে কৃষিপ্রধান সম্প্রদায় এবং যাযাবর গবাদি পশুপালকদের মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘর্ষের মধ্যে এটি সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত অঞ্চল।

Sharing is caring!