Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার কারণ জানালেন ডিজি

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার কারণ জানালেন ডিজি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপনে সময় লাগবে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার ডিজি।

Manual5 Ad Code

তবে আগুন নিয়ন্ত্রণ করতে সময় লাগার বিষয়ে প্রেস ব্রিফিং গণমাধ্যমকে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আগুন আরও আগেই নিয়ন্ত্রণে আনা যেত। তবে উৎসুক জনতা ও পানির সংকটের কারণে দেরি হয়েছে।

Manual3 Ad Code

এদিকে সকাল থেকে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট প্রচেষ্টা চালিয়ে বেলা ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি যৌথভাবে একসঙ্গে কাজ করেছে।

Manual6 Ad Code

শেয়ার করুন