Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কানাইঘাটে পাথর নিলাম নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষ : আ*হ*ত ২০

admin

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:৫০ অপরাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
কানাইঘাটে পাথর নিলাম নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষ : আ*হ*ত ২০

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

কানাইঘাটে লোভাছড়া পাথর কোয়ারীর জব্দকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

Manual1 Ad Code

কোয়ারীর ৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলামকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে সীমান্তবর্তী সুরইঘাট বাজারে এ সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে পাল্টাপাল্টি মিছিল বের করে।  উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Manual5 Ad Code

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ছোঁড়া ইটপাটকেলে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জনকে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ সুরইঘাট বাজারে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

জানা যায়, জব্দকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথরের নিলাম পায়  সিলেটের পিয়াস এন্টারপ্রাইজ। নিলামের বিপক্ষে অবস্থান নেন বিএনপি ও জামায়াতের বড় অংশের নেতৃবৃন্দ।

 

অপরদিকে নিলামদাতা পিয়াস এন্টারপ্রাইজের লোকজনদের পক্ষ নেন নিলামকৃত পাথর পরিবহনের পক্ষে বিএনপির একাংশ সহ আওয়ামীলীগপন্থী পাথর ব্যবসায়ীরা।

Manual1 Ad Code

শেয়ার করুন