Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তল্লাশির সময় পুলিশকে অপহরণ করলো ডাকাত দল, অতঃপর…

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫ | ০১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ | ০১:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
তল্লাশির সময় পুলিশকে অপহরণ করলো ডাকাত দল, অতঃপর…

Manual4 Ad Code

দিরাই প্রতিনিধি:
চেকপোস্টে দ্রুত গতির একটি মালবাহী ট্রাককে তল্লাশির সময় এক টহল পুলিশকে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রাকচালক। বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে পিছু নেয় টহল পুলিশের গাড়ি। একপর্যায়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি।

Manual2 Ad Code

বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পুকুরে পড়ে যায়। পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর দিরাই চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন