বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট-ইন্ডিজ

Daily Ajker Sylhet

admin

২৫ এপ্রি ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ


বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট-ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:
আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দল। সফরে টাইগার যুবাদের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলবে ক্যারিবিয়ান যুবা দল।

সোমবার রাতে চূড়ান্ত সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং অন্যটি হবে সিলেট আউটার স্টেডিয়ামে।

তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয়ান দল। ১৬ থেকে ১৯ মে সিলেটে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ।

এর পর ২৩ থেকে ২৬ মে সিলেট আউটার স্টেডিয়ামে হবে দ্বিতীয় চারদিনের ম্যাচটি। সাদা পোশাকের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩০ মে। এর পর সফর শেষে উইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশ ত্যাগ করবে আগামী ৩ জুন।
ম্যাচের সময়সূচি:
১ম টেস্ট: ১৬-১৯ মে, ২০২৩
২য় টেস্ট: ২৩-২৬ মে, ২০২৩
৩য় টেস্ট: ৩০ মে-২ জুন, ২০২৩

 

Sharing is caring!