Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজার থানায় একটি মামলা ছয় মাস পলাতক থাকার পর পুলিশের জালে ধরা

admin

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার থানায় একটি মামলা ছয় মাস পলাতক থাকার পর পুলিশের জালে ধরা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জকিগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকা থেকে লবিব আহমদ (৪২) নামের ওই আসামিকে থানাপুলিশ গ্রেফতার করে। লবিব পশ্চিম লোহারমহল গ্রামের মৃত তাহির আলীর ছেলে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, সিলেটের বিয়ানীবাজার থানায় ২০১৩ সালে একটি মাদক মামলা লবিবের বিরুদ্ধে দায়ের করা হয়। ওই মামলায় ২০২২ সালের ২৭ অক্টোবর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Manual6 Ad Code

কিন্তু আসামি লবিব পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একদল পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে লবিব আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হবে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

শেয়ার করুন