Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গলে মিললো যুবকের মরদেহ

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ০৩:৫০ অপরাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ | ০৩:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
জঙ্গলে মিললো যুবকের মরদেহ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
মাদারীপুরে জমির পাশের একটি জঙ্গল থেকে কামরুজ্জামান (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার শিবচর উপজেলার কাদিরপুর প্রেম ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক একই উপজেলার বি কে নগর ইউনিয়নের সরদার কান্দী গ্রামের দাদন চোকদারের ছেলে।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাদিরপুর প্রেম ব্রিজ সংলগ্ন একটি ছোট জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি। এই হত্যাকাণ্ডের রহস্য অতি শিগগিরই উদঘাটন করা হবে।

শেয়ার করুন