সিলেট সিটি নির্বাচন, মনোনয়ন বিক্রি শুরু

Daily Ajker Sylhet

admin

২৭ এপ্রি ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ণ


সিলেট সিটি নির্বাচন, মনোনয়ন বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।ইসির উপ-সচিব মো. আতিয়ার বুধবার প্রজ্ঞাপনটি জারি করেছেন।

এতে বলা হয়েছে, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন।

এছাড়া রাজশাহী সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং সিলেট সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরকে নিয়োগ করা হয়েছে।

Sharing is caring!