Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি পারভীন গ্রেফতার

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ০৫:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ | ০৫:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি পারভীন গ্রেফতার

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি পারভীন বেগম (৪০)-কে গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

বুধবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

পারভীন বেগম উত্তর শাহবাজপুর ইউপির কুমারশাইল গ্রামের বাসিন্দা নূর ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার (২৬ এপ্রিল) রাতে বড়লেখা থানার এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই রুমি আক্তার ও এএসআই হরিধন দেবনাথসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালানো হয়। এসময় উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির শাহবাজপুর এলাকা থেকে দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি পারভীন বেগমকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

পারভীন বেগমের বিরুদ্ধে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় জিআর ২৮/১৫ মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক/খ ধারায় বিজ্ঞ আদালত সাত মাসের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পারভীনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানার জিআর ৩০৪/১৪ মামলায় বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।

বড়লেখা থানার এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে আসামি পারভীনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Manual8 Ad Code

শেয়ার করুন