ট্রেনে কাটা পড়ে কমলগঞ্জে নারীর মৃত্যু

Daily Ajker Sylhet

admin

২৯ এপ্রি ২০২৩, ০২:০৩ অপরাহ্ণ


ট্রেনে কাটা পড়ে কমলগঞ্জে নারীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি:
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শনিবার সকালে উপজেলা প্রশাসনসংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে ভানুগাছ রেলস্টেশনে প্রবেশের আগে কমলগঞ্জ উপজেলা প্রশাসনসংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

 

ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমদ বলেন, দুর্ঘটনার বিষয়টি শ্রীমঙ্গলের রেলওয়ে থানা-পুলিশ জানানো হয়েছে। রেলওয়ে থানার পুলিশ সদস্যরা এসে লাশটি উদ্ধার করবেন।

 

Sharing is caring!