Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার তিন যাত্রী নিহত

admin

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১২:১২ অপরাহ্ণ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ১২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
বাসের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার তিন যাত্রী নিহত

Manual8 Ad Code

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতরা হলেন, কিশোরগঞ্জের ইটনা থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) ও তার তিন বছর বয়সী ছেলে মো. শায়ান এবং একই উপজেলার কৃষ্টপুর থানা এলাকার আবুল কালামের ছেলে মো. তৌহিদুল মিয়া (২৫)।

তাছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও ৩ যাত্রী। তারা হলেন, নিহত তৌহিদুলের বাবা আবুল কালাম (৫৫), মা তাছলিমা বেগম (৪৫) ও বোন সুবর্ণা আক্তার (২৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেলে সেটি কাপাসিয়া সদরের জামিরারচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী দ্রুতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তৌহিদুল এবং শিশু শায়ান প্রাণ হারান। গুরুতর আহত হন শায়ানের মা রত্মা আক্তার।

Manual6 Ad Code

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় রত্না আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

Manual1 Ad Code

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কুমার দাস বলেন, দুজনকে হাসপাতালে মৃত আনা হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

Manual7 Ad Code

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন