Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুজন হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

admin

প্রকাশ: ০২ মে ২০২৩ | ০৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০২ মে ২০২৩ | ০৩:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সুজন হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারোপাড়া কুচাইতলী এলাকার জা‌হিদুল আজম সুজন হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত।

মঙ্গলবার দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. নয়ন, কামাল, জামাল, মিঠুন, মো. ইলিয়াস ও জাকির হোসেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।

Manual8 Ad Code

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জামাল, ইলিয়াস ও জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন নয়ন, কামাল ও মিঠুন পলাতক।

সহকারী পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

তিনি বলেন, ২০১০ সা‌লে কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জা‌হিদুল আজম সুজনকে হত্যা করা হয়। সেই মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত। ২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

শেয়ার করুন