পানিতে ডুবে শিশুর মৃত্যু
২০ মে ২০২৩, ০১:১৭ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চেকানগর গ্রামে পুকুরের পানিতে ডুবে মুনতাসির রহমান হাদী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে বাড়ির পাশে পুকুরে খেলা করার সময় সে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে, এরপর পুকুরে তার দেহ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের নোমান মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।