Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাইয়ের হাতে ভাই খুন

admin

প্রকাশ: ৩০ মে ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ মে ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভাইয়ের হাতে ভাই খুন

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের-জামালগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতের ছোট ভাই খুন হয়েছেন। সোমবার রাতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালি গ্রামে এঘটনা ঘটে। নিহতের নুরু মিয়া মৃত সুলতু মিয়ার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নুর মিয়া সঙ্গে বড় ভাই তাজুল ইসলামের স্ত্রী ও মেয়ের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধের জের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে নূর মিয়াকে শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় রাতেই তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

জামালগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই সৌরভ দাস জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াই শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন