Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে ভাতিজার হামলায় প্রাণ গেল চাচার

admin

প্রকাশ: ৩১ মে ২০২৩ | ০৭:০৪ অপরাহ্ণ | আপডেট: ৩১ মে ২০২৩ | ০৭:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে ভাতিজার হামলায় প্রাণ গেল চাচার

Manual7 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে সালিশ বৈঠক চলাকালীন ভাতিজাদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ চাচা সিরাজ উদ্দিন (৭৫) মারা গেছেন।

Manual3 Ad Code

বুধবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সিরাজ উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের বাসিন্দা।

Manual3 Ad Code

জানা যায়, গত ১ মার্চ রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে শালিস বৈঠক চলাকালীন কথা-কাটাকাটির এক পর্যায়ে নিহত বৃদ্ধের ভাতিজারা দেশীয় অস্ত্র নিয়ে সিরাজ উদ্দিনের ওপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন তিনি। পিতাকে বাঁচাতে ছেলে জাকির আহমদ (২৭) এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করে আহত করেন আসামিরা। এসময় তাদের চিৎকারে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন।

Manual5 Ad Code

এ ঘটনায় আহত জাকির আহমদ (২৭) বাদী হয়ে দুইজনকে আসামি করে ঘটনার দুই দিন পর ৩ মার্চ রাতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

তিনি বলেন, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি আজির উদ্দিনের ছেলে ছালেহ আহমদকে (৩৬) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।। আরেক আসামি এখনো পলাতক রয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন