Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এটা খুব বাজে প্রাকটিস: পরীমনি

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
এটা খুব বাজে প্রাকটিস: পরীমনি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুকে তিন অভিনেত্রীর (সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি) ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় এসেছে রাজ-পরীর দাম্পত্য সম্পর্ক। গণমাধ্যমে এ তারকা দম্পতির পাল্টাপাল্টি বক্তব্যে অনেকটাই পরিষ্কার যে, বিয়েবিচ্ছেদের দোরগোড়ায় দাঁড়িয়ে তারা।

Manual7 Ad Code

রাজের পর এবার পরীমনির কথায় উঠে এলো এমনই ইঙ্গিত। মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকা জানান, স্বামী রাজ যদি একা থাকতে চান, তাতে তার কোনো আপত্তি নেই।

Manual4 Ad Code

তিনি বলেন, রাজ যদি একাই থাকতে চায়, তা হলে ঠিকঠাক মতোই থাকুক। একটু ঘুরে আসব, আমি একটু বেড়িয়ে আসি, আমি একটু ছুটি চাই… আবার ঘুরে এসে বলে, আমি সংসার করতে চাই। এটা খুব বাজে প্র্যাকটিস। এটা আমি পারব না। তার যদি আমাকে ছেড়ে থাকার ইচ্ছা হয়, তা হলে ঠিকঠাক ডিসিশনে এসে আলাদা থাকুক, আমার সমস্যা নাই।

Manual8 Ad Code

তিনি বলেন, লাইভে বলেই দিয়েছিলাম, আমি তাকে ২৪ ঘণ্টা সময় দিতে চাই। কারণ এটা যত সময় যাবে ততো মুখরোচক হবে।… এটা লাইফেও বাজে ধরনের প্রভাব ফেলে। যেটা আমি চাই না।

Manual3 Ad Code

প্রসঙ্গত, গুণিন সিনেমায় অভিনয়ের মাধ্যমে শুরু হয় অভিনেতা শরিফুল রাজ ও নায়িকা পরীমনির প্রেম। এর পর ভালোবেসে বিয়ে। বছর না ঘুরতেই তারকা দম্পতির ঘর আলো করে আসে ছেলে রাজ্য। কিন্তু এর মধ্যেই সংসারে কয়েকবার বেজে উঠেছে ভাঙনের সুর। সব কিছুর পরও বারবারই ফিরেছেন সংসারে। তবে রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর রাজের সঙ্গে পরীর মতপার্থক্য তৈরি হয়। এ নিয়ে গণমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ এসেছে উভয় পক্ষের তরফে। রাজ আলাদা থাকার কথা বলেছেন আর পরী চেয়েছেন ডিভোর্স। এবার কি তা হলে সত্যিই ভেঙে যাচ্ছে রাজ-পরীর সংসার? সেটি হয়তো আর কয়েকটি দিন গড়ালেই স্পষ্ট জানা যাবে।

 

শেয়ার করুন