মহানগর বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন

Daily Ajker Sylhet

admin

১১ মার্চ ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ণ


মহানগর বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার:
সারা দেশের ন্যায় সিলেট মহানগর বিএনপি মানববন্ধন কর্মসূচি পালান করেছে। শনিবার (১১ মার্চ) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন করে মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপিসহ যুগপৎ আন্দোলন সঙ্গীরা। বিদ্যুৎ, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ‘বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’ ও বেগম খালেদা জিয়ার ‘নিঃশর্ত মুক্তি’সহ ১০ দফা দাবি আদায়ের উদ্দেশে এ মানববন্ধন করবে বিএনপিসহ অন্যান্য দলগুলো।

 

বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির নব নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ।

 

Sharing is caring!