Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোন চাপ নেই: আইজিপি

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০৩ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোন চাপ নেই: আইজিপি

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোন চাপ অনুভব করছেননা বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এক সময় এ দেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের হুলিখেলা চলছিল।

Manual7 Ad Code

 

বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যেকোন আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আমাদের সে আস্থাও আছে।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

Manual4 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম বার, পিপিএম ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। এর আগে পুলিশ প্রধানকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। গার্ড অব অনার দেয়া হয়। এরপর তিনি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপন করেন।

Manual1 Ad Code

শেয়ার করুন