Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

admin

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ০২:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ০২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

সংঘর্ষে নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক জসিম মিয়া (২৩), একই উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৪০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার (৪০)।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক জানান, চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিক্সার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে অন্যান্য আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেক জনের মৃত্যু হয়। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। এছাড়াও অন্য আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন