খেলার মাঠে স্লেজিং: শাবিতে দু’পক্ষের হাতা হাতি
১৯ সেপ্টে ২০২৩, ০৮:৫৩ অপরাহ্ণ
শাবি প্রতিনিধি:
খেলার মাঠে স্লেজিংকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সমাজবিজ্ঞান বিভাগ এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যকার আন্তঃবিভাগ ভলিবল খেলার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিকেলের ওই দুই বিভাগের ছাত্রদের মধ্যকার খেলা চলাকালীন উভয় দলের সমর্থকরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তবে খেলার শেষ দিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সমর্থকরা সমাজবিজ্ঞানের খেলোয়ারদেরকে উদ্দেশ্য করে ‘অশালীন ভাষায় স্লেজিং করতে থাকে। এক পর্যায়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা এবং সমাজবিজ্ঞানের শিক্ষার্থী ও খেলোয়াড়রা ঝামেলায় হাতাহাতি জড়ান। পরে প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি শান্ত করেন।
তবে এই ঘটনার একদিন আগে খেলার মাঠে খেলোয়াড় এবং দর্শকের অশালীন বক্তব্য পরিহার করে সুলভ আচরণ বজায় রাখতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল শারীরিক শিক্ষা দপ্তর। কিন্তু এরকম ঘটনার পুনরাবৃত্তি হল আবারো।
এ বিষয়ে সহকারী প্রক্টর মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, খেলার মাঠে যারা শৃঙ্খলাভঙ্গ করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাবডির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।