Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

admin

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৫১ অপরাহ্ণ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে সিলেট-ঢাকা মহাসড়কের বেজুড়া বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যবর্তী স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।

Manual3 Ad Code

 

আটককৃতরা হলেন- জেলার বাহুবল উপজেলার হিমেরগাঁও গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার মৃত আমরু মিয়ার ছেলে আল আমিন (২৯), মো. লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) ও মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮)।

Manual7 Ad Code

তবে পুলিশের উপস্থিতি টের ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়।

Manual7 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

শেয়ার করুন