ইউরোপের প্রাচীনতম জুতা খুঁজে পেল বিজ্ঞানীরা
০২ অক্টো ২০২৩, ০২:০২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক :
ইউরোপের সবচেয়ে প্রাচীনতম জুতা খুঁজে পাওয়ার দাবি করেছেন একদল বিজ্ঞানী। এটি প্রায় ছয় হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ঘাস থেকে বোনা স্যান্ডেলজাতীয় পাদুকা এটি।
এক প্রতিবেদনে এ আবিস্কারের তথ্য জানায় বার্তা সংস্থা সিএনএন।
বার্সেলোনার অটোনমাস ইউনিভার্সিটি অফ বার্সেলোনা এবং স্পেনের আলকালা ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে রেডিওকার্বন বিশ্লেষণে পাওয়া গেছে, স্যান্ডেলগুলো প্রায় ৬ হাজার বছর আগের।
১৯ শতকে স্পেনে খনি শ্রমিকদের খনন করা এক গুহায় আবিষ্কৃত প্রাচীন জিনিসপত্রের মধ্যে জুতাগুলো পাওয়া যায়।
অনেক আগে পাওয়া গেলেও নতুন করে গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে গুহায় পাওয়া পাদুকা জাতীয় উপকরণগুলো। গুহার কম আর্দ্রতা এবং শীতল বাতাস বিস্ময়করভাবে এত বছরেও সংরক্ষিত রেখেছিল এগুলো।
গুহায় পাওয়া ৭৬টি বস্তু আগে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে আরো প্রায় ২০০০ বছরের বেশি পুরনো। এমনকি কিছু জিনিস ৯ হাজার বছর আগের। স্যান্ডেলগুলো ঘাসের পাশাপাশি চামড়া, চুন এবং রামি বাস্টসহ অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল।
ছয় হাজার বছরের পুরনো স্যান্ডেল পাওয়া গুহাটি হচ্ছে দক্ষিণ-পশ্চিম স্পেনের আন্দালুসিয়ার ‘বাদুড়ের গুহা’ নামে পরিচিত পাহাড়ি গহ্বর।