হবিগঞ্জে চাঞ্চল্যকর আকল মিয়া হত্যাকান্ড, প্রধান আসামি রিমান্ডে

Daily Ajker Sylhet

admin

০৩ অক্টো ২০২৩, ০৫:০৬ অপরাহ্ণ


হবিগঞ্জে চাঞ্চল্যকর আকল মিয়া হত্যাকান্ড, প্রধান আসামি রিমান্ডে

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের ঘটনায় দায়ের করার মামলার প্রধান আসামী রঞ্জন চন্দ্র পালের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৬ সেপ্টেম্বর আদালতে সেচ্চায় আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ পিবিআই ইন্সপেক্টর শরীফ মো: রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১মার্চ ভোরে চুনারুঘাট শহরের বাল্লা রোডের বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামজে যাওয়ার পথে আবুল হোসেন আকল মিয়াকে উপর্যপূরি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় নিহতর বড় ছেলে এডভোকেট নাজমুল ইসলাম বকুল ঘটনার পরদিন রঞ্জন চন্দ্র পালকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই প্রধান আসামি রঞ্জন চন্দ্র পাল পলাতক ছিলেন।

Sharing is caring!