Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য: রুশ কূটনীতিকের হুঁশিয়ারি

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য: রুশ কূটনীতিকের হুঁশিয়ারি

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে। তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দায় অনেকাংশে যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বর্তমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, এই অঞ্চলটি পূর্ণমাত্রার যুদ্ধ এবং নজিরবিহীন মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে।

Manual1 Ad Code

নেবেনজিয়ার মতে, ওয়াশিংটন বেপরোয়া ও স্বার্থপরভাবে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে একচেটিয়া করার প্রয়াস চালিয়ে এসেছে। আমরা ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছি, এটা একদিন উল্টো ফল বয়ে আনবে।

Manual4 Ad Code

নেবেনজিয়া আরও বলেন, রাশিয়া দ্ব্যর্থহীনভাবে ‘চরম নৃশংসতা, হত্যা এবং ভয়াবহ সহিংসতার’ নিন্দা জানিয়েছে। শান্তিপূর্ণ বেসামরিক নাগরিক, ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে যে কোনো হত্যা ও সহিংসতা অগ্রহণযোগ্য।

Manual5 Ad Code

শেয়ার করুন