Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

admin

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ০৪:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ০৪:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
জগন্নাথপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

Manual4 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃত আসামীর নাম শাহিন মিয়া ওরফে লাকি (৪০)। তিনি জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকার মৃত আলখাছ উল্লার ছেলে।

Manual5 Ad Code

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার বিকেলে শাহিনকে উপজেলার পাটলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার উপসহকারি পরিদর্শক (এএসআই) ফখরুদ্দিন বলেন, ২০১০ সালে এক শিশু ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জ আদালতে শাহিন মিয়ার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার। দীর্ঘ ১৩ বছর পর আসামীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রমাণিত হওয়ায় গত ১৭ আগস্ট সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাকির হোসেন যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাহিন পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্ত্বিতে আমরা তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি।

Manual3 Ad Code

শেয়ার করুন