Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে বাসে আগুন

admin

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
বায়তুল মোকাররমে বাসে আগুন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় একটি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) সকেলে ‘শিকড়’ পরিবহনের বাসটি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের খবর আসেনি।

বায়তুল মোকাররমের সামনে দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। এই আগুন কারা দিলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Manual8 Ad Code

রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করাও সম্ভব হয়নি।

Manual8 Ad Code

একজন প্রত্যক্ষদর্শী জানান, বাসটি রানিং থাকা (চলমান) অবস্থায় আগুন জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই অগ্নি সংযোগ করা হয়।

অগ্নি সংযোগের প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে বাসটির বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন