বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা

Daily Ajker Sylhet

admin

২৯ অক্টো ২০২৩, ০১:৩৪ অপরাহ্ণ


বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার:
বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। রোববার সকালে ডিএমপির পল্টন থানায় এ মামলাটি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া।

ওসি বলেন, পুলিশ নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

মামলার আসামি বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, মামলার আসামির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে শনিবার বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বিকাল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত পুলিশ সদস্যের নাম মো. আমিরুল ইসলাম পারভেজ। তার বাবার নাম মো. সেকান্দার আলী মোল্লা। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামে।

তিনি কনস্টেবল হিসেবে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত ছিলেন। তিনি ১৩-০৮-২০১১ তারিখে চাকরিতে যোগদান করেছিলেন।

Sharing is caring!