জকিগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগ, বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Daily Ajker Sylhet

admin

২৯ অক্টো ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ণ


জকিগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগ, বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জে পুলিশকে প্রাণে হত্যার উদ্দেশ্যে ককটেল বোমা নিক্ষেপ ও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হামলার অভিযোগে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীর নাম এজাহারভূক্ত করে ১০০/১৫০ নেতাকর্মীকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে জকিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মহরম আলী।

মামলার এজাহারে ইসমাইল হোসেন সেলিম (৪৮), কবির আহমেদ মেম্বার (৪৫), কাউছার আহমদ (৪৫), সাব্বির হোসেন (৩৫), আনোয়ার হোসেন খান (৩৫), জুয়েল আহমদ (৩৫), রেজাউল (৩৫), ফয়সাল আহমদ (৩২), সামাদ রেজা (৩৫), শেখ শাকিল (৩৫), নেজাম উদ্দিন (৩৫), কামাল (৪০), জাকির (২২), নাজিম (৪২), হোসাইন আহমদ (৩৫), ফয়সাল আহমদ জুয়েল (৩২), এনাম (৩০), লোকমান আহমদ লুকু (৩২), জাকির (৩০), মঞ্জুর আহমদ (৪৫), হাবিবুর রহমান (৪৫), আব্দুল কাদির (৪৫)সহ বিএনপি-জামায়াতের ১০০/১৫০ নেতাকর্মীকে আসামি করা হয়।

এদিকে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মানিকপুর ইউপির মোহাম্মদপুর গ্রামের জালাল আহমদ ককা মিয়ার ছেলে বিএনপি নেতা সাব্বির আহমদ (৩৫)কে গ্রেফতার করে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, কালীগঞ্জ বাজারস্থ যাত্রী ছাউনির সামনে জকিগঞ্জ-সিলেট মহাসড়কের উপর বিএনপি-জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে অবস্থান করে। এমন সংবাদে এসআই মহরম আলী পুলিশ নিয়ে সেখানে গেলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সরকার বিরোধী ¯েøাগান দিয়ে পুলিশকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরকসহ দা, শাবল, রড, বাঁশের লাঠি, রামদা ও ইট, পাটকেল ইত্যাদি নিয়া পুলিশের উপরে আক্রমন চালিয়ে অতর্কিতভাবে ইট, পাটকেলসহ ৪/৫টি ককটেল বোমা নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য বাবলু চন্দ্র দাস, বিলাস দাস, মো. শামীম আহমদ, মোক্তার হোসেন আহত হন। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত ককটেলের কিছু অংশ, ৫টি ইটের টুকরা, ৭টি পাথর, ৪টি বাঁশের লাঠি জব্দ করে।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পলাতক আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!