Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে হত্যা মামলায় আসামীর মৃত্যুদন্ড

admin

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ | ০৭:৪১ অপরাহ্ণ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ | ০৭:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে হত্যা মামলায় আসামীর মৃত্যুদন্ড

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আবু ছালেক মিয়া নামে এক যুবককে হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রায় ১ যুগ পর লুকুছ মিয়া নামে এক আসামীর মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

Manual1 Ad Code

সোমবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ আজিজুল হক এ রায় ঘোষণা করেন।

Manual6 Ad Code

দন্ডপ্রাপ্ত লুকুছ মিয়া জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মিজাজ মিয়ার পুত্র। মৃত্যুদন্ডের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে লুকুছ মিয়াকে। রায় ঘোষনার সময় সে আদালতে উপস্থিত ছিল।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৫ নভেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফিকলের আঘাতে হত্যা করা হয় আবু ছালেককে। পরে এ ঘটনায় ১৮ নভেম্বর আবু ছালেকের আত্মীয় মুজিবুর রহমান বাদী হয়ে লুকুছ মিয়াসহ ৩০ জনকে আসামী করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আদালতে ৩০ জনকেই অভিযুক্ত করে চার্জশীট দেয়।

Manual7 Ad Code

দীর্ঘদিন পর মামলার ২০ জন স্বাক্ষীর মধ্যে ১২ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দন্ডপ্রাপ্ত লুকুছ মিয়াসহ আরো ২৩ জন আসামী উপস্থিত ছিলেন। তারা সবাই বেকসুর খালাস পেয়েছেন। এর মধ্যে ৫ জন আসামী মারা গেছেন। আর বাকী দুই আসামী পলাতক রয়েছে। পলাতক আসামীরও খালাস পেয়েছেন।

Manual6 Ad Code

রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামী পক্ষের আইনজীবি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল উচ্চ আদালতে আপীল করার করা বলেছেন।

শেয়ার করুন