Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, দুটি বাস ভাঙচুর, ৩ পুলিশসহ আহত অর্ধশতাধিক

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০২:১৪ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, দুটি বাস ভাঙচুর, ৩ পুলিশসহ আহত অর্ধশতাধিক

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন ৩ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক।

Manual8 Ad Code

মঙ্গলবার সকাল সাড়ে আটটায় উপজেলার পাঁচরুখী এলাকায় মহাসড়কে সংঘর্ষ শুরু হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে সোয়া ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।

Manual3 Ad Code

এদিকে সকাল থেকে অবরোধে যেন কোনো ধরনের নাশকতা না হয় সে জন্য বিজিবি, পুলিশ ও র‍্যাবের টহল অব্যাহত আছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্র্যাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, সকাল থেকেই যানবাহনের সংখ্যা কম। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তাও আছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত ) হুমায়ুন কবির মোল্লা, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন ও কনস্টেবল নজরুলসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহতের খবর এসেছে। এর মধ্যে পুলিশ সদস্য নজরুলের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় অবরোধের সমর্থনে পাঁচরুখী এলাকায় মহাসড়কে মিছিল বের করে বিএনপির কেন্দ্রীয়সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন।

Manual3 Ad Code

মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে অবরোধ সফল করতে স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ও পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশকে ঘিরে ফেলে বিএনপির নেতাকর্মীরা। এসময় ওভয়পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও তিনজন পুলিশ সদস্য আহত হন।

এ সময় কয়েকটি বাস ভাঙচুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা।

Manual6 Ad Code

শেয়ার করুন