Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, পুড়ে মারা গেল ৪ যাত্রী

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ০৬:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ০৬:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, পুড়ে মারা গেল ৪ যাত্রী

Manual6 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। রোববার দিবাগত রাত ২টার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তাতে আগুন ধরে যায়।

Manual7 Ad Code

এতে মাইক্রোবাসের ভেতরে থাকা চার যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও সাতজন।

নিহতদের মধ্যে দুজন হলেন— ধোবাউড়া উপজেলার দুলারেখা (৪২), ও রেজিয়া খাতুন (৪২)। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঙামাটি নামক স্থানে। দগ্ধ সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

এরই মধ্যে মরদেহগুলো শনাক্ত করে পরিবারদের খবর পাঠিয়েছে পুলিশ। আহত এক যাত্রী জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির সব যাত্রীই ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

Manual7 Ad Code

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, তারা ধোবাউড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিক গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে।

Manual5 Ad Code

শেয়ার করুন