গোলাপগঞ্জে নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

Daily Ajker Sylhet

admin

০৭ নভে ২০২৩, ০৭:২৪ অপরাহ্ণ


গোলাপগঞ্জে নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে নাশকতার মামলায় মুজিবুর রহমান দুলাল (৪২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

সোমবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি-উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত নুর বক্সের ছেলে। তিনি ফুলবাড়ি মডেল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা যায়, গত (২৯ অক্টোবর) বিএনপির ডাকা হরতালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে হরতালকে কেন্দ্র করে নাশকতার সৃষ্টি করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। পরে নাশকতা সৃষ্টিকারী ৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে পুলিশ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১৯, তাং : ২৯/১০/২৩ ইং) দায়ের করে। ওই মামলার এজাহারভুক্ত ৩ নাম্বার আসামি মুজিবুর রহমান দুলালকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা এখলাছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Sharing is caring!