বড়লেখায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Daily Ajker Sylhet

admin

০৮ নভে ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ


বড়লেখায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরুকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে পুলিশের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমানের (পিপিএম) নেতৃত্বে পুলিশের এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে অংশ নেন এসআই স্বপন কান্তি দাস ও এসআই আতাউর রহমান প্রমুখ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Sharing is caring!