Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রম আদালতে ড. ইউনূস

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ | ০৩:২৩ অপরাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ | ০৩:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রম আদালতে ড. ইউনূস

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় নিজের যুক্তি তুলে ধরতে শ্রম আদালতে হাজির হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে শ্রম আদালতে হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের আরও চার কর্মকর্তা।

Manual7 Ad Code

রোববার দুপুর ১২টায় শেখ মেরিনা সুলতানার তৃতীয় শ্রম আদালতে হাজির হন ড. ইউনূস। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট এস. এম. মিজানুর রহমান।

এর আগে গত সোমবার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সেদিন তার আইনজীবী এ মামলায় তাদের পক্ষের যুক্তি তিন ভাগে উপস্থাপন করেন। আইনজীবী বলেন, গ্রামীণ টেলিকমের সঙ্গে ড. ইউনূসের কোনো সম্পর্ক নেই। তিনি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী মাত্র।

Manual1 Ad Code

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূস সহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।

Manual3 Ad Code

শেয়ার করুন