Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোট নেতাদের বৈঠক আজ

admin

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১২:২০ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোট নেতাদের বৈঠক আজ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক আজ সন্ধ্যা ৬টার সোমবার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

Manual4 Ad Code

জানা গেছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে। জোটের শরিকরা কয়টি আসনে প্রার্থী দিতে পারেন সেই বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

Manual5 Ad Code

২০০৮ সালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ২৩ দফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠে ১৪ দলীয় জোট। ঐ সময় থেকে আওয়ামী লীগের নেতৃত্বে জোটগতভাবে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয় জোটের শরিকরা।

Manual2 Ad Code

সর্বশেষ গত ১৯ জুলাই গণভবনে ১৪ দলের বৈঠক হয়। এতে জোটের প্রধান শেখ হাসিনা জানিয়েছিলেন, ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে।

শেয়ার করুন