Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ঐশ্বরিয়ার বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড়!

admin

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
ঐশ্বরিয়ার বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড়!

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:
নানা অশান্তির আর বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বেশ কয়েকদিন ধরেই স্বামীর বাড়ি থেকে বাইরে থাকছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মাঝে কয়েকদিন বাবার বাড়িতেও কাটিয়েছেন তিনি।

Manual6 Ad Code

এবার শোনা যাচ্ছে, শিগগিরই পাকাপাকিভাবে বাবার বাড়ি উঠতে যাচ্ছেন এই অভিনেত্রী। যে কারণে বাড়ির বাইরে কোথাও গেলে মুখ ঢেকে বের হতে হচ্ছে তাকে। কারণ সব জায়গাতেই পাপ্পারাজিদের ভিড় যেন লেগেই থাকছে। এমনকি ঐশ্বরিয়ার বাড়ির সামনে থেকে তো তাদের সরানোই যাচ্ছে না।

এদিকে এবার বিচ্ছেদ পালে জোর হাওয়া লাগালেন অমিতাভ পূত্র অভিষেক। সম্প্রতি মুম্বইয়ে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা গেছে অভিষেককে। পরনে নীল শ্যুট, চুলে নতুন ছাঁট, চোখে চশমা। জুনিয়র বচ্চনের এই লুকের প্রশংসা হয়েছে যেমন, তেমনই অনুরাগীদের নজর কেড়েছে অন্য একটি বিষয়।

Manual6 Ad Code

গত ১৬ বছরে বলা যেতে পারে এই প্রথম, অভিষেকের আঙুলে দেখা যায়নি তাদের বিয়ের আংটি। আর এতেই ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্য জীবনের শেষ দেখে ফেলেছেন নেটিজেনরা। এমনিতেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাদের জল্পনা রয়েছে। দূরত্ব নাকি বেড়েছে অভিষেকের সঙ্গে। এর মাঝে অভিষেকের আঙুলে বিয়ের আংটি উধাও হতে বিচ্ছেদের দুশ্চিন্তায় তাদের অনুরাগীরা।

Manual8 Ad Code

শেয়ার করুন