Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

admin

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ১৪ মার্চ ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুই জন আহত হয়েছেন। সিলেট-সুনামগঞ্জ সড়কের হালুয়ারগাঁও নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হন। এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও নামক স্থানে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সাথে সুনামগঞ্জামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন। তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার।

Manual6 Ad Code

নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪) ও চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগুড়া গ্রামের আবুল কালামের ছেলে নাসির আলম (২৮)।

এছাড়া দুর্ঘটনায় আহত জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ছইল মিয়ার (৫১) অবস্থা আশঙ্কাজনক । তিনি ওই অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে।

Manual6 Ad Code

এদিকে, আজ ভোরে বাসের ধাক্কায় সদর উপজেলার জানিগাঁও নামক স্থানে এক পথচারী নিহত হন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জিয়াউল হক।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

শেয়ার করুন